এজেন্ট ব্যাংকিং আউটলেটকে বিমা সুরক্ষার আওতায় আনল ব্র্যাক ব্যাংক
গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আর্থিক ব্যবস্থায় আস্থা বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্প্রতি তারা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি করেছে, যার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের সকল এজেন্ট ব্যাংকিং আউটলেটকে বিমা সুরক্ষার আওতায় আনা হয়েছে।
এই চুক্তির অধীনে, এখন থেকে ব্র্যাক ব্যাংকের সকল এজেন্ট ব্যাংকিং আউটলেটের 'ক্যাশ-ইন-সেফ' এবং 'ক্যাশ-ইন-ট্রানজিট' বিমা সুরক্ষার আওতায় থাকবে। এর ফলে গ্রাহকদের আমানতের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের প্রথম ব্যাংক হিসেবে এমন বিস্তৃত বিমা সুরক্ষাব্যবস্থা চালু করল ব্র্যাক ব্যাংক। এই পদক্ষেপ দেশের আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবার প্রতি বিশ্বাস ও নির্ভরতা বাড়াবে।
গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে ঢাকার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ সেহাব উল্লাহ আল-মানজুর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, হেড অব অ্যাকাউন্ট সার্ভিসেস মো. আবু তাহের মৃধাসহ এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের বিভিন্ন আঞ্চলিক সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এএমডি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল (এফসিএ) এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শরীফ মুস্তাবা।
ব্র্যাক ব্যাংক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের অগ্রদূত হিসেবে সারাদেশে বর্তমানে ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালনা করছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি দেশের আর্থিক সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। এই নতুন বিমা সুরক্ষা ব্যবস্থা ব্র্যাক ব্যাংকের গ্রাহক সুরক্ষার প্রতি গভীর প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক