সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা নাসির উদ্দিন
বরিশালের বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি বিএনপি নেতা নাসির উদ্দিনকে (৫২) আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বানারীপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় ৮০০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন নাসির উদ্দিন। ওই মাদক মামলায় ২০১৯ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই নাসির এলাকা ছেড়ে পলাতক ছিলেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি এলাকায় ফিরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হন। নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জনতা বাজার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। ৬২ ইস্ট বেঙ্গলের লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক নাসির উদ্দিন ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের আকবর আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
৬২ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহম্মেদ (পিএসসি) জানান, নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও চিহ্নিত অপরাধীদের দমনে সেনাবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক নাসির উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল