উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদকের প্রতিনিধি দল হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, রান্নাঘর ও মালামাল সংরক্ষণের গুদাম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ, ঔষধ বিতরণ, টিকিট কাটা ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পান তারা।
সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের হয়রানি এবং বিভিন্ন উন্নয়ন বা মেরামত খাতের অর্থ ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে অনিয়মের বেশ কিছু তথ্য ও আলামত সংগৃহীত হয়েছে। এসব বিষয় বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভজন দাস, নেত্রকোনা