কৌটায় মুখ আটকা প্রাণী উদ্ধার করল ফায়ার সার্ভিস
বরগুনার বামনা উপজেলায় প্লাস্টিকের কৌটায় মুখ আটকে পড়া একটি প্রাণীকে (কুকুর) যন্ত্রণামুক্ত করেছে ফায়ার সার্ভিস। দীর্ঘ তিন-চার দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় ধুঁকতে থাকা প্রাণীটিকে উদ্ধারের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার জাফ্রাখালী এলাকায় কয়েকদিন ধরে একটি প্রাণী মুখে প্লাস্টিকের কৌটা আটকে অসহায় অবস্থায় ঘোরাঘুরি করছিল। মুখ আটকে থাকায় প্রাণীটি কোনো খাবার বা পানি পান করতে পারছিল না। বিষয়টি নজরে আসার পর স্থানীয় সমাজসেবক মো. শাকের হোসেনসহ এলাকাবাসী প্রাণীটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পাওয়ার পরপরই বামনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় প্রাণীটিকে নিরাপদে কব্জা করে ও মুখ থেকে কৌটাটি খুলে দেয়।
জাফ্রাখালী এলাকার বাসিন্দা ফরহাদ বলেন, প্রাণীটি দীর্ঘ তিন-চার দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় এভাবে দিন কাটাচ্ছিল। আমাদের খুব ইচ্ছা থাকা সত্ত্বেও শত চেষ্টা করেও আমরা প্রাণীটিকে ধরতে পারিনি। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে উদ্ধার করায় প্রাণীটি প্রাণে বেঁচে গেল।
বামনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করে অবমুক্ত করে দেয়। মূলত অব্যবহৃত প্লাস্টিকের কৌটা যত্রতত্র ফেলে রাখার কারণেই এমন দুর্ঘটনা ঘটে। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে আরও সচেতন হওয়া দরকার।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)