প্রবাসীদের ব্যতিক্রমী উদ্যোগে আলোকিত হাটখোলা গ্রাম
গভীর রাতেও এখন দিনের মতো আলোকিত থাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হাটখোলা গ্রাম। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেদের গ্রামকে নিরাপদ ও সুন্দর করতে প্রবাসীদের অর্থায়নে গ্রামজুড়ে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুত চালিত আধুনিক ল্যাম্পপোস্ট। প্রবাসীদের এই মহতী উদ্যোগ আর স্থানীয় যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে পুরো গ্রামের চিরচেনা চিত্র।
হাটখোলা গ্রামের প্রবাসীদের নিজস্ব অর্থায়নে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে এসব সোলার ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এর ফলে রাতের অন্ধকারে চলাচল যেমন সহজ হয়েছে, তেমনি কমেছে চুরি-ছিনতাইয়ের ভয়। গ্রামবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি এই আলোকসজ্জা গ্রামের সৌন্দর্যকেও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা বলছেন, প্রবাসীদের এমন দেশপ্রেম ও সেবামূলক কাজ অন্য গ্রামগুলোর জন্যও এক অনন্য দৃষ্টান্ত।
গ্রামের সাধারণ মানুষ এই উদ্যোগকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এটি শুধু আলোর ব্যবস্থা নয়, বরং গ্রামবাসীর মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরিয়ে এসেছে। তারা বলেন, গ্রামের এই উদ্যোগ দেশের অন্যান্য গ্রামের প্রবাসীদেরও অনুপ্রাণিত করবে।
এই উদ্যোগ বাস্তবায়নে টানা দুদিন স্বেচ্ছায় অক্লান্ত পরিশ্রম করেন ঐক্যবদ্ধ হাটখোলা যুব সমাজের সদস্যরা। সাংবাদিক কেফাইতুল ভুঁইয়া, আনিসুর রহমান, সাদ্দাম, দেলোয়ার শুক্কুর, বিপ্লব কর, ফারদিন, কিবরিয়া সেলিম বাবু, পল্লব, উবাইদুল, আব্দুর রহমান, আরাফাত, ওয়ালিদ, জাকির মিয়া, সাইফুল, অন্তিম প্রমুখ।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)