সংসদ নির্বাচন : সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রার্থী কোন আসনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তালিকায় ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী থাকলেও পিরোজপুর-১ আসনে লড়ছেন সর্বনিম্ন মাত্র ২ জন। তার হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদ সাঈদী, অন্যজন বিএনপির আলমগীর হোসেন।
অন্যদিকে ঢাকা-১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে। দুজন প্রার্থী নিয়ে সবশেষে রয়েছে পিরোজপুর-১।
আর খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪, গাজীপুর-২ আসনে রয়েছে ১২ জন করে। ১১ জন করে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ আসনে।
১০ জন করে রয়েছেন ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১, মাদারীপুর-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১ আসনে।
তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঢাকা-১৭ আসনে ১০ জন ও বগুড়া-৬ আসনে চারজনের সঙ্গে লড়তে হবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনে সাতজনের সঙ্গে লড়তে হবে।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে ঢাকা-১১ আসনে আটজনের সঙ্গে, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে ঢাকা-৯ আসনে ১১ জনের সঙ্গে, বিএনপির আব্দুল আউয়াল মিন্টুকে ফেনী-৩ আসনে সাতজনের সঙ্গে, এনসিপির হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা-৪ আসনে চারজনের সঙ্গে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাসসহ ১০ জনের সঙ্গে লড়তে হবে।
জানা গেছে, ৩১টি আসনে প্রার্থী ১০ বা ততোধিক। প্রার্থী বেশি হওয়ায় ভোটারদের কাছে তাদের দৌড়াতেও হবে বেশি। ঢাকা-১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে ১৩ জন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ৩০৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় ২৯৮ আসনে (পাবনা-১ ও ২ ছাড়া) ১৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও।

নিজস্ব প্রতিবেদক