নির্বাচনে অনিয়ম করলে কঠোর আইনি ব্যবস্থা : ফাওজুল কবির
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবারের নির্বাচন বিগত সব নির্বাচনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, স্বাভাবিক নিয়মে জাতীয় নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা ছিল। কিন্তু এক হাজার প্রাণের আত্মত্যাগ এবং বহু মানুষের অঙ্গহানির বিনিময়ে এই নির্বাচন ২০২৬ সালে অনুষ্ঠিত হচ্ছে। এই ত্যাগের কথা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফাওজুল কবির খান এসব কথা বলেন।
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে আলাদা কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন কাজে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেখানে বিদ্যুৎ সমস্যার আশঙ্কা থাকবে, সেখানে সৌর বিদ্যুৎ ব্যবস্থা করা হবে। কারণ প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে রাস্তাঘাট মেরামতসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি গণভোটকে সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপদেষ্টা বলেন, নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত কর্মকর্তারা হ্যাঁ ভোটের পক্ষে কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে অন্যান্য সরকারি কর্মকর্তারা এতে অংশ নিতে পারবেন। একই সঙ্গে কেউ ভোট দিতে না চাইলে তাকে বাধা দেওয়া যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ