বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুকে ব্যথা হলে শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার রাত ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।
বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান গণমাধ্যমকে বলেন, রাত ১২টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে আনা হয়। কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তাকে দেখছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান আরও বলেন, তার অবস্থা গুরুতর নয়। বর্তমানে তিনি হাসপাতালে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন।

নিজস্ব প্রতিবেদক