বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের দ্বিতীয়ার্ধের আপিল শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।
আপিল শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
সৈয়দ মামুন মাহবুব বলেন, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিল। রিটার্নিং কর্মকর্তা খুবই খেলো কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিল। তাঁরা দুটি গ্রাউন্ডে বলে যে মাহমুদুর রহমান মান্না মামলার ব্যাপারে তথ্য গোপন করেছে। আসলে ব্যাপার হচ্ছে তার নামে দুটি মামলা ছিল। সেটি ফাইনাল রিপোর্ট হয়েছে। কাজেই উনি অভিযুক্ত কখনোই হননি।
আইনজীবী মামুন মাহবুব বলেন, আরেকটি হচ্ছে হলফনামায় একটি স্বাক্ষরে দুটি পাতায় দুটি ডেটের গরমিল হয়েছে। এটা আরপিও ১৯৭২ এর আর্টিকেল ১৪ এর সাব আর্টিকেল থ্রি ডি তে আছে যে, এই ধরনের ছোটখাটো মামুলি ভুল নির্বাচন কমিশনে গ্রহণ করে নিতে হয়। সুতরাং এখন থেকে মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনের একজন বৈধ প্রার্থী।
সৈয়দ মামুন মাহবুব আরও বলেন, আজকে আমরা যে আপিল ফাইল করেছিলাম সেটি নির্বাচন কমিশন এইমাত্র গ্রহণ করেছে। এখন থেকে মাহমুদ মান্না বৈধ প্রার্থী। বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষরের যে ভুল হয়েছে, সেটি অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত ভুল জানতে চাইলে এই আইনজীবী বলেন, এটা হিউম্যান এরর। ২৮ দিতে হতো সব জায়গায়, উনি একটা জায়গায় ২৯ দিয়েছেন। কারণ তখন হাইকোর্টে আপিল বিভাগেও তার মামলা পেন্ডিং ছিল। একটা মানসিক টেনশন। এটা একেবারে সাধারণ। কোনো দয়ায় আমাদের আপিল বৈধ হয়নি। আমাদের আরপিও ১৯৭২ এর আর্টিকেল ১৪ এর সাব আর্টিকেল থ্রি ডি টু অনুযায়ী, এটা নির্বাচন কমিশন পারে।
রিটার্নিং কর্মকর্তার ছোটখাটো সিদ্ধান্তগুলোকে কীভাবে দেখছেন জানতে চাইলে সৈয়দ মামুন মাহবুব বলেন, নির্বাচন কমিশনের ব্যাপক মাত্রায় আপিলের পজিটিভ রায় প্রমাণ করছে, রিটার্নিং কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করছেন না। এটা আমাদের দীর্ঘদিন উপনিবেশিক প্রশাসন ব্যবস্থার ফল। এখনও রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন দলের দ্বারা প্রভাবিত হয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদক