হবিগঞ্জে জমি দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে হিরাজ মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর ও বালিগাঁও এলাকার মধ্যবর্তী স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমির মালিকানা নিয়ে বুল্লা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলাল মিয়া ও শাহাব উদ্দিনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে শাহাব উদ্দিনের সমর্থক হিরাজ মিয়া গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অতি সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ