আমির হামজার পেশা কৃষি ও ব্যবসা, আছে ২ কোটি টাকার সম্পদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মো. আমির হামজার পেশা কৃষি ও ব্যবসা। যা থেকে মাসিক গড়ে আয় করেন ৭৬ হাজার টাকা। তবে স্থাবর ও অস্থাবর মিলে তার মোট সম্পদের পরিমাণ দুই কোটি ২১ লাখ ৯৫ হাজার ২০২ টাকা।
আমির হামজার পরিবারে নির্ভরশীলদের মধ্যে রয়েছে তার এক স্ত্রী তিন কন্যা। তিন কন্যার মধ্যে একজন দুগ্ধ পোষ্য। নির্ভরশীলদের মধ্যে স্ত্রীর বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকা। আর আমির হামজার নিজের বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। বার্ষিক আয়ের মধ্যে কৃষি থেকে আয় করেন ৫৫ হাজার টাকা আর ব্যবসা থেকে আয় করেন আট লাখ ৬১ হাজার ৪০০ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী আমির হামজার অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ৪৬ লাখ ১১ হাজার ১২ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য একই পরিমাণ টাকা দেখানো হয়েছে। এর মধ্যে তার কাছে নগদ আছে ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা। এর বাইরে তার মালিকানাধীন মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবের উপহারমূল্য ৬ লাখ টাকা।
আমির হামজার স্ত্রীর নামে হলফনামায় ৮ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকার (বর্তমান আনুমানিক মূল্য ২২ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা) অস্থাবর সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নগদ ১ লাখ টাকা আছে। ব্যাংকে আছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা। তিন মেয়ের নামে ১ লাখ ২০ হাজার করে ব্যাংকে আছে ৩ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তাঁর স্ত্রীর উপহার হিসেবে পাওয়া ১০ ভরি সোনার দাম দেখানো হয়েছে ৬ লাখ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে আমির হামজার কৃষিজমি আছে ০.৭৮৩১ একর, যার অর্জনকালীন দাম ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। ভবন (আবাসিক বা বাণিজ্যিক) দশমিক ০৩৩০ একর, যার দাম দেখিয়েছেন ৮৪ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা। বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে ২০ লাখ টাকার। সবমিলে আমির হামজার স্থাবর সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কেটি ৭৫লাখ ৮৪ হাজার ১৯০ টাকা।
এছাড়া তার স্ত্রীর নামে ভবন (আবাসিক বা বাণিজ্যিক) দশমিক ০৩৩০ একর, যার দাম দেখিয়েছেন ৮৪ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা। ১২ কাঠা কৃষিজমি রয়েছে স্ত্রীর, যার অর্জনকালীন মূল্য ২ লাখ টাকা। সবমিলে আমির হামজার স্ত্রীর অর্জনকালীন সম্পদের মূল্য ৮৬ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা যার বর্তমানে মূল্য দেখানো হয়েছে এক কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা।
আমির হামজা নিজের সর্বশেষ আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখিয়েছেন ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। আর সম্পদ দেখিয়েছেন ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকার। এর বিপরীতে তিনি আয়কর দেন ৫৪ হাজার ৯৬০ টাকা। ব্যাংক বা ব্যক্তির কাছে তার কোনো দেনা নেই।
তার শিক্ষাগত যোগ্যতা এমটিআইএস (মাস্টার্স অব থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ)। তার সঙ্গে স্ত্রী ও তিন কন্যাসহ নির্ভরশীল চারজন ব্যক্তি রয়েছেন পরিবারে।

ফখরুল ইসলাম (শাহীন)