আমাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়নি, ‘আসন সমঝোতা’ প্রসঙ্গে মামুনুল হক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘আসন সমঝোতা’ নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক।
গতকাল রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ ভূইগড় এলাকায় দাওয়াতুল কুরআন মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মামুনুল হক বলেন, জোট একটি বিশাল বিষয়, আমরা কোনো জোট গঠন করিনি, শুধু আসন সমঝোতা করেছি। অনেকগুলো দলের সমন্বয়ে ইসলামপন্থিদের একটি ব্যালট বক্স নীতিতে এগিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে এখনো কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আমরা অচিরেই জোটের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করবো।
মামুনুল হক আরও বলেন, স্থানীয় কোনো নেতা আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার অধিকার রাখে না, এটি কেন্দ্রীয়ভাবে ঘোষিত হবে। কেউ যদি আসন সমঝোতার বিষয়ে কোনো ঘোষণা দিয়ে থাকেন, এর কোনো ভিত্তি নেই। এখন পর্যন্ত এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন সর্বোচ্চ তালিকায় রয়েছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা বলেন, ১০১ আলেমের বিবৃতিতে যে সমস্ত শীর্ষ আলেমের নাম ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে অনেকেই এই বিবৃতি সম্পর্কে কিছুই জানেন না। তারা বিভিন্ন ধরনের বিবৃতি এবং ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা আরও বলেন, প্রশাসনের মধ্যে আগের ফ্যাসিস্ট আমলের অনেক কর্মকর্তাই রয়ে গেছেন, যারা সবসময়ই ইসলামী দলগুলোর বিষয়ে বিপরীত অবস্থান নিয়ে থাকেন। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)