খালেদা জিয়ার সমাধিতে সাবেক রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলীর শ্রদ্ধা
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী ও সাবেক রাজনৈতিক সচিব আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাশে চিরনিদ্রায় থাকা খালেদা জিয়ার সমাধিতে আবেগঘন অবস্থায় শোকার্ত হৃদয়ে তিনি প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানান।
বিকেল সাড়ে ৪টার পর আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী পরিবারের সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে আসেন। এরপর তিনি খালেদা জিয়ার সমাধির পূর্বপাশে দাঁড়ান। খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন এবং পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। সমাধিস্থলে পবিত্র কোরআন তেলওয়াত চলছে। ওখানেও তিনি এবং তাঁদের সাথে কথা বলেন প্রিয় নেত্রীর জন্য দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত ফটোসাংবাদিক নুরুদ্দীন আহমেদসহ পরিবারের সদস্যরা।
গত ৩১ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সর্বস্তরের মানুষের সঙ্গে জানাজায় শামিল হয়েছিলেন খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম নির্যাতনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী নিষ্পেষিত হয়েছিলেন। কেউ হয়েছেন মা-হারা, কেউ পরিবার হারা। হামলা-মামলা নির্যাতনে অনেক হয়েছেন দেশছাড়া। গত বছরের ৬ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অনেকের মতোই বহু মিথ্যা মামলায় জর্জরিত আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী দেশে ফেরেন। এরপরই তিনি সার্বক্ষণিক প্রিয় নেত্রীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন, পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ১৯৭৯ সালে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি খালেদা জিয়া ও নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক সচিব ছিলেন। ওই সময় খালেদা জিয়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ছিলেন।
২০০১ সালে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তখন মোসাদ্দেক আলী তাঁর রাজনৈতিক সচিব নিযুক্ত হন। ২০০৪ সালে ঢাকা-১০ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি এই পদে ছিলেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালেন করেন। এছাড়া বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার খবর প্রথম জানিয়েছিলেন মোসাদ্দেক আলী। খালেদা জিয়ার জীবনের এমন অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী মোসাদ্দেক আলী। আপসহীন নেত্রীর বিশ্বাস ও ভরসার এক অবিচল আস্থার ঠিকানা ছিলেন তিনি। তাই মমতাময়ী নেত্রীকে আজীবনের জন্য হারিয়ে শোকার্ত অশ্রুসজল হৃদয়ে লাখো মানুষের সঙ্গে সেদিন জানাজায় দাঁড়িয়ে, তাঁর আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক