এনসিপি থেকে মুশফিক উস সালেহীনের পদত্যাগ
এনসিপি যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার ফেসবুক প্রোফাইলেও এনসিপি ছাড়ার তথ্য জানিয়েছেন।
মুশফিক উস সালেহীন জানান, আমি আজ ১ জানুয়ারি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন থেকে আমার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না।

এনটিভি অনলাইন ডেস্ক