খালেদা জিয়ার জানাজা আজ বেলা ২টায়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল এ তথ্য জানান।
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। এ সাতদিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক