খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ উপাচার্যের শোক
খালেদা জিয়া (বামে), বিএমইউয়র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। ছবি : এনটিভি
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবাণীতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেন।
আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক