ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কাছে সাকি মনোনয়নপত্র জমা দেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এই আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ছাড় দেওয়া হয়েছে। তবে দলীয় মনোনয়ন না পেলেও উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাবেক এমপি এম এ খালেকসহ একাধিক বিএনপিনেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)