ফের শাহবাগে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটায় ইনকিলাব মঞ্চে নেতাকর্মীসহ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।
অন্যান্য দিনের মতো আজও উপস্থিত ছাত্র-জনতা একের পর এক স্লোগান দিতে থাকে। এসময় আন্দোলনকারীরা, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টিরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমরা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
আরও পড়ুন : আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে চার দফা দাবি ঘোষণা করা হয়েছে-
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাঁপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

নিজস্ব প্রতিবেদক