খাগড়াছড়িতে উৎসবমুখর বড়দিন, শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
খাগড়াছড়ির বিভিন্ন গির্জা ও চার্চগুলোতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। যিশুখ্রিস্টের জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। বিশেষ করে রামগড় উপজেলার পাঁচটি চার্চের সম্মিলিত উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে শত শত মানুষ অংশগ্রহণ করেন।
পাহাড়ি এই জেলায় বড়দিনের আনুষ্ঠানিকতায় দেশের শান্তি, স্থিতিশীলতা এবং বিশ্ব ভ্রাতৃত্বের জন্য বিশেষ দোয়া করা হয়। বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপট বিবেচনা করে সব মানুষের মঙ্গল ও বিশৃঙ্খলা দূর করার জন্য প্রার্থনা জানান ভক্তরা। এই আনন্দ ভাগাভাগি করে নিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষকে চার্চগুলোতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিল শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বড়দিন উপলক্ষে শিশুদের জন্য উপহার বিতরণ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুরা নিজের হাতে আলোকসজ্জা ও নানা উপকরণের মাধ্যমে গির্জা প্রাঙ্গণ সাজিয়ে তুলে উৎসবের আমেজ বাড়িয়ে দেয়। যিশুখ্রিস্টের ভালোবাসা ও শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের প্রধান সার্থকতা বলে জানান আয়োজকরা।

এনটিভি অনলাইন ডেস্ক