তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণ হবে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক।
আরও পড়ুন : তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন শাশুড়ি
সামনে নির্বাচন— এ কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ আছে। তারেক রহমানের দেশে আসার পর গণতন্ত্রের এই উত্তরণের পথ আরও মসৃণ হবে। তারেক রহমানের নিরাপত্তাসংক্রান্ত প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক