তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দলটি তাকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলাদা করে বিশাল জনসমাগমের কোনো আহ্বান জানানো হয়নি। তবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে বলে দলের প্রত্যাশা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা রয়েছে। এ প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা অসহযোগিতা দেখা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
আব্বাস বলেন, ‘তারেক রহমানের আগমন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লাখো মানুষের আগমনের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা না থাকলেও তারেক রহমান দেশে ফিরলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকা স্বাভাবিক।
এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কোটি মানুষ তারেক রহমানকে স্বচক্ষে দেখার অপেক্ষায় রয়েছেন।
সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকাজুড়ে মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)