নওগাঁয় ডিসি-এসপি অফিস ঘেরাও
নওগাঁর আলোচিত নুনিয়াপট্টিতে অভিযান চালিয়ে বিপুল বাংলা মদসহ ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনি এলাকায় টানা পাঁচ ঘণ্টা অভিযান পরিচালনা করে পুলিশ। বিকেল ৪টার দিকে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য জানান।
এদিকে অভিযান পরিচালনা করায় পুলিশ সুপারের কার্যলায় (এসপি) ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে নুনিয়াপট্টির বাসিন্দারা।
অভিযানে গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, নুনিয়াপট্টি সুইপার কলোনি এলাকার রাহুল (১৯) এবং রাজা বাসফোড় (৩৭)।
পুলিশ সুপার বলেন, শহরের সুইপার কলোনিতে অনেক দিন ধরে মাদক কেনাবেচা হয়ে আসছিল। আমাদের কাছে খবর আসে সুইপার কলোনিতে বিপুল মাদকদ্রব্য মজুদ রয়েছে। তাই সদর থানা পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং জেলা পুলিশের বিশেষ একটি টিম গঠন করে অভিযান পরিচালনা করি। প্রথমে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২৫-৩০ কেজি পরিমাণ গাঁজা পায়। পরে ডিবি এবং জেলা পুলিশের বিশেষ একটি টিমসহ আমি সেখানে যাই এবং অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা, ১৬ লিটার বাংলা মদ এবং মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত এক লাখ আট হাজার ৯০ টাকা জব্দ করা হয়। এই মাদকদ্রব্যগুলো নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশে মজুদ করে রাখা হয়েছিল। অবৈধভাবে মাদকদ্রব্য রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, অভিযানের খবর পেয়ে কয়েকজন পালিয়ে গেছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন কর,ছে সেই সঙ্গে মাদকের বিষয়ে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
এদিকে বিকেল ৪টার দিকে অভিযানের সময় মাদকদ্রব্য না পেয়ে ঘর থেকে মোটা অংকের টাকা এবং স্বর্ণালংকার নিয়ে এসেছে পুলিশ এমন অভিযোগে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে নুনিয়াপট্টির বাসিন্দারা। পরে সেখান থেকে কোনো সমাধান না পেয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, অভিযানের সময় উদ্ধার করা মালামাল জব্দ তালিকায় দেখানো হয়েছে। কোর্টের মাধ্যমে বৈধ মালামাল ফেরত পাবে।
সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক, সদর থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ