ওসমান হাদির জানাজা কাল দুপুর আড়াইটায়
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল-সবুজের কফিনে মোড়ানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নিথর দেহ পৌঁছেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়।
আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সবার অবগতির জন্য জানানো হয়েছে, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে লাশের কফিন আজ হিমাগারে রাখার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

নিজস্ব প্রতিবেদক