ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল-সবুজের কফিনে মোড়ানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নিথর দেহ পৌঁছেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়।
এর আগে মৃত্যুর সঙ্গে টানা সাতদিনের লড়াই শেষে লাল-সবুজের কফিনে নিথর দেহে বাংলাদেশে ফিরছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশে হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটটি তার মরদেহ আনা হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা করে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। ৫টা ৫০ মিনিটে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। তবে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
লাশবন্দি কফিন নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’

নিজস্ব প্রতিবেদক