হাদির হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানার দায়ের করা একটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় গতকাল রাতে পল্টন থানায় একটি মামলা (নম্বর-১৯) হয়। মামলাটি আজ ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলায় একজনকে আসামি করে হয়েছে।

নিজস্ব প্রতিবেদক