হাদির ওপর হামলা একটা প্যাকেজ প্রোগ্রাম : জামায়াত সেক্রেটারি
হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটা প্যাকেজ পোগ্রাম বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে নাই।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে জামায়াত সেক্রেটারি একথা বলেন।
জামায়াত সেক্রেটারি আরও বলেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি দেশের সব গোয়েন্দা সংস্থাকে কোটি কোটি টাকা বেতন দেন কিন্তু তারা বলতে পারে নাই; দেশের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠা ওসমান হাদিকে হত্যা চেষ্টা রুখতে পারে নাই।

নিজস্ব প্রতিবেদক