দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন মিয়া রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ রোববার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। ভিডিওতে তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ভিডিওতে হোসেন মিয়া ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, আমি ধ্বংস হইনি, আমাকে ধ্বংস করা হয়েছে, টাকা আর ষড়যন্ত্রের সিস্টেমের কাছে। আমার কাছের মানুষগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি আরও বলেন, আমার রাজনৈতিক লড়াই ছিল বিএনপি, যুবদল এবং চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী জালাল সাহেবের জন্য।
হোসেন মিয়ার দাবি, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের যোগসাজশে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
ভিডিও বার্তার শেষে হোসেন মিয়া বলেন, আমি হাসির পাত্র হয়েছি, তবে সত্যই বলেছি। যে বুঝবে, সে একদিন বুঝবেই।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তাকে সহানুভূতি দেখালেও অনেকে এটিকে আবেগপ্রবণ সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন।
কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক রফিক তাতী এক যৌথ বিবৃতিতে জানান, গ্রাম্য সালিশে হোসেন মিয়ার প্রতি অপমানজনক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যমূলক অপমান অগ্রহণযোগ্য ও পরিকল্পিত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন, ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত দুঃখজনক। তিনি জানান, সংগঠনে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি হোসেন মিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

শরীফুল ইসলাম, চাঁদপুর