নির্বাচনের তফসিল চূড়ান্তে বৈঠকে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে আজ রোববার (৭ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচিসহ ভোট আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটের ব্যালট পেপার আনা–নেওয়ার সময়সূচিও চূড়ান্ত করা হবে। নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়ার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিতে মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময় বিষয়েও আলোচনা হবে।
এ ছাড়া তফসিলের আগের ও পরের প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট আয়োজনের প্রস্তুতি, মাঠপর্যায়ের অবস্থা, দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনসহ মোট ১০টি আলোচ্যসূচি আজকের বৈঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রোববারের বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণা করা হলে কারা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হবেন—তা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ইতোমধ্যে তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা বৈঠক এবং আন্তঃমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে ইসি। প্রথা অনুযায়ী, ১০ ডিসেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি জানাবে কমিশন। এরপর কয়েক দিনের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ডিসি, ইউএনও থেকে শুরু করে পুলিশ প্রশাসনের এসপি, ওসিদের পর্যন্ত ব্যাপক রদবদল করা হয়েছে। আইন-বিধি–নীতিমালায় নতুন পরিবর্তন আনা হয়েছে এবং এসব বিধান শতভাগ অনুসরণের বিষয়ে ইসির অবস্থান কঠোর থাকবে বলে জানিয়েছে কমিশন। প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতাও চেয়েছে ইসি।

নিজস্ব প্রতিবেদক