বাবার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাঠে বাবলু
বিএনপির প্রয়াত মহাসচিব ও মানিকগঞ্জ-১ আসনের পাঁচবারের সংসদ সদস্য খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনটি পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন। কৃষিবিজ্ঞানে উচ্চশিক্ষিত এই রাজনীতিক বর্তমানে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সহসভাপতি।
রাজনৈতিক পদার্পণ ও গণসংযোগ
২০১১ সালের ১৬ মার্চ বাবার মৃত্যুর পর ২০১৩ সালের জানুয়ারি মাসে ড. বাবলু কানাডা থেকে স্থায়ীভাবে দেশে ফিরে আসেন। দেশে ফিরেই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করেন।
এরপর থেকে ঘিওর, দৌলতপুর ও শিবালয়—এই তিন উপজেলাজুড়ে তিনি দলীয় নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে অবিরাম গণসংযোগ করে যাচ্ছেন।
এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘শুধু নির্বাচনের জন্য নয়, দীর্ঘদিন ধরেই আমি এলাকার মানুষের পাশে আছি। বাবা এই আসন থেকে ১৯৭৩ সালের পর টানা ২০০১ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দলের ক্রান্তিলগ্নেও আমি মাঠে ছিলাম। আশা করি, দল এবার আমাকেই মনোনয়ন দেবে।’
তারেক রহমানের বার্তা প্রচার
ড. বাবলু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ব্যক্তিগতভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘিওরে এক অনুষ্ঠানে ড. বাবলু বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংগঠিত হচ্ছে। জনগণ আর অন্যায়-অবিচার সহ্য করবে না। প্রতিটি নেতাকর্মীকে এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার থাকতে হবে।’
ওয়ান-ইলেভেনের ক্রান্তিকালে দলকে টিকিয়ে রাখার অন্যতম নেতা ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন। বাবার সেই রাজনৈতিক দর্শন ও আদর্শকে ধারণ করেই এগিয়ে যাচ্ছেন ড. বাবলু। জনগণের ভালোবাসা ও দলের সমর্থন নিয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ— মানিকগঞ্জ-১ আসনটি আবারও বিএনপির ঘাঁটিতে পরিণত করবেন। নির্বাচন যত এগিয়ে আসছে, খোন্দকার আকবর হোসেন বাবলুর প্রচারণার গতি তত বাড়ছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ