গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ শতাধিক ঘর পুড়ে ছাই
গাজীপুরের কোনাবাড়ি ও কালিয়াকৈর এলাকায় একটি ঝুটের গুদাম ও দুটি আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এতে ঝুটের একটি গুদামসহ শতাধিক ঘর পুড়ে গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে কোনাবাড়ির আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সুজন ও মামুনের আবাসিক কোলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে কলোনির একটি ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে কালিয়াকৈর ও ইপিজেড থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আবাসিক কলোনিটির প্রায় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)