ডাকসু নেত্রীর বাড়ির ফটকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় চার দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কোর্টের মাধ্যমে চালান করা হয়েছে।
এ ছাড়া ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ব্যাপারে গোয়েন্দা তৎপরতা ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। নিরাপত্তার জন্য রাফিয়ার বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রেপ্তার দুস্কৃতকারীরা হলেন- মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও মো. রাজন (১৯)। গ্রেপ্তারকৃতরা ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
শুক্রবার (২১ নভেম্বর) ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন রাত পৌনে ৮টার এক ক্ষুদে বর্তায় এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাতে রাফিয়ার বাসার ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ও ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে দুস্কৃতকারীরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বাদী হয়ে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ