চিত্র কর্মশালায় ফুটে উঠল নবীন শিল্পীদের বর্ণিল সৃজনশীলতা
সৃজনশীলতার এক অনন্য সমাবেশে কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আজ শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী চিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শাহীন আর্ট সেন্টারের আয়োজনে এই কর্মশালা শিল্পানুরাগীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
দিনব্যাপী এই কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রশীদ আমিন। তিনি অংশগ্রহণকারী শিল্পীদের সারাদিনব্যাপী বিভিন্ন ধরনের চিত্রায়ণ কৌশল, সৃজনশীল প্রকাশভঙ্গি ও আধুনিক শিল্পভাবনা নিয়ে আলোচনা করেন।
অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন। তিনি বিশেষ করে শিশু শিল্পীদের চিত্রকর্মে নান্দনিকতার প্রয়োগ, রংচয়ন এবং হাতে-কলমে প্রাকটিক্যাল ডেমো দিয়ে শেখান।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক কবি শহিদুল হক সোহেলও বক্তব্য দেন।
শাহীন আর্ট সেন্টারের পরিচালক সজিব খন্দকার জানান, শিল্পচর্চার বিস্তার ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সামনের দিনগুলোতেও নিয়মিতভাবে এ ধরনের দিনব্যাপী কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে। কর্মশালার শেষে এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা