ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় মানুষ, চারিদিকে আজানের ধ্বনি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট এ ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ (৫.৫)। ভূমিকম্পের কারণে নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীর কারওয়ান বাজারে, মেট্রোরেলের নিচে ভূমিকম্পের পরপরই অনেক মানুষকে জড়ো হতে দেখা গেছে। আশপাশের অফিস থেকে কিছুক্ষণের মধ্যে অনেক মানুষ সড়কে নেমে আসে। সবার মুখে ছিল আতঙ্কের ছাপ।
আরও পড়ুন : ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
পূরান ঢাকার সূত্রাপুর থেকে গৃহবধূ অঞ্জলি বলেন, ‘অনেকক্ষণ ছিল ভূমিকম্প। ঘরের শোকেস থেকে চুরির আলনা পড়ে ভেঙ্গে গেছে।’
রাজধানীর মগবাজার থেকে সহকর্মী রাসেল মাহমুদ ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘রুমে চেয়ারে বসে ফেসবুক স্ক্রল করছি। কিছু বুঝে ওঠার আগে তীব্র কাঁপুনি, ঝাঁকুনি। আশপাশে সজোরে চিৎকার, চেঁচামেচি, কান্নার শব্দ। কী যে এক ভয়ংকর অবস্থা। আল্লাহ রক্ষা করেছেন বলে এই যাত্রায় বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমাদের বাসায় এক খালা রান্না করেন। বয়স ষাটের বেশি। ছোট বেলা থেকেই ঢাকায় থাকেন। উনি বলছেন, উনি এর আগে এমন ভূমিকম্প দেখেননি। আমার কথা আর কী বলব...আল্লাহ দেশটাকে রক্ষা করুক।’
চট্টগ্রাম থেকে প্রতিবেদক আরিস আহমেদ জানান, চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এসময় চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলা ও এলাকার অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। আতঙ্কিত অবস্থায় চারিদিকে আজানের ধ্বনি শোনা যায়।
আরও পড়ুন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প
নোয়াখালী থেকে এনটিভির প্রতিবেদক মো. মাসুদ পারভেজ জানান, নোয়াখালীতে সকাল ১০ টা ৪০ মিনিটের সময় প্রচণ্ড বেগে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় অনেককেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এই অঞ্চলে কতমাত্রার ভূমিকম্প অনুভূত হয় তা নির্ধারণ না হলেও কেন্দ্র থেকে ৫.৭ মাত্রার ভূমিকম্প নির্ধারণ করা হয়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসলেও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক