মিছিলের চেষ্টাকালে ছাত্রলীগের ৬ কর্মী আটক
মিছিলের চেষ্টাকালে ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি অনলাইন
মিছিলের চেষ্টাকালে ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ফেনীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন দাগনভূঞার মোমারিজপুর এলাকার মজিবুর রহমান (২০), একই উপজেলার শান্ত (১৯), রিয়াজ (২১), ইমন (১৯), নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার জিহাদ (২১) ও একই উপজেলার আরিফ (২৫)।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান বলেন, মিছিলের চেষ্টাকালে জেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করা হয়। আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)