সড়ক দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু, পুরো পরিবারই হারালেন আব্দুল মান্নান
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় গুরুতর আহত কলেজছাত্র শাহেদ মজুমদার লিশানও মারা গেছে।
আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় লিশানের মৃত্যু হয়। এর আগে গত ৫ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল সে।
লিশান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের আবদুল মান্নান মজুমদারের একমাত্র ছেলে। তার মৃত্যুর মধ্য দিয়ে আবদুল মান্নান মজুমদারের পরিবারে আর কোনো সদস্য বেঁচে রইল না।
আরও পড়ুন : নারী সেনা সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার
তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের জেঠাতো ভাই সাখাওয়াত মজুমদার ও প্রতিবেশী সাংবাদিক আবু বকর সুজন।
জানা গেছে, গত ৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই লিশানের বোন ফারজানা মজুমদার লিজা, ফারহানা মজুমদার টিজা, মা রিজওয়ানা মজুমদার শিল্পী, বোনের শাশুড়ি রুমি বেগম ও ননদ সাদিয়া পাঠানী নিহত হন।
আহত হন লিশান মজুমদার, দুলাভাই উদয় পাঠানী ও ভাগিনা সানাদ পাঠানী। পরে গুরুতর অবস্থায় লিশানকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সন্ধ্যায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী ও দুই মেয়ের পর একমাত্র ছেলেকে হারিয়ে পিতা আবদুল মান্নান মজুমদার এখন সম্পূর্ণ বাকরুদ্ধ।

মাহফুজ নান্টু, কুমিল্লা