মেহেদির রং না মুছতেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের মাস না পেরোতেই ফেরদৌস আক্তার (২৩) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ১৯ দিন আগে তার বিয়ে হয়েছিল। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাইচ্ছার দোকান এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস আক্তার ওই গ্রামের শাহাব উদ্দীনের স্ত্রী এবং সরল ইউনিয়নের মুজিবুর রহমানের মেয়ে।
স্বামীর পরিবার জানায়, সকালে স্বামী-স্ত্রী একসঙ্গে নাস্তা করেন। পরে শাহাব উদ্দীন বাড়ি থেকে বের হয়ে যান। বেলা ১১টার দিকে ফিরে এসে দেখেন, ঘরের দরজা বন্ধ। বহু ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে ফেরদৌসকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন : প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন কাল
অন্যদিকে, নিহতের পরিবার দাবি করেছে- ফেরদৌস আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, স্বামীর পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম