ক্লিনিং ডে উদ্বোধন করেই হাসপাতাল পরিচ্ছন্ন করলেন জেলা প্রশাসক
‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ক্যাপ মাথায়, হাতে হ্যান্ডগ্লাভস পরে জেলা প্রশাসক েহাসপাতালের বিভিন্ন বর্জ্য, এমনকি ইনজেকশনের সিরিঞ্জও হাতে তুলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। হাসপাতালের বিভিন্ন কোণে রোগীদের ফেলে যাওয়া ডাবের খোসাও তার নজর এড়ায়নি। ডিসির এমন সক্রিয় অংশগ্রহণ দেখে সঙ্গে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিস্মিত হন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনের পর প্রচলিত নিয়মে ফটোসেশনে যাননি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নিজেই শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এভাবেই সক্রিয়ভাবে অংশ নেন।
এর আগে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এই কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সব উপজেলা হাসপাতালে সপ্তাহে একদিন করে ক্লিনিং ডে পালন করা হবে। ধাপে ধাপে জেলার সব সরকারি হাসপাতালেও এই কার্যক্রম চালু করা হবে।
জেলা প্রশাসক বলেন, “আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। অসহায় মানুষের একমাত্র আশ্রয় সরকারি হাসপাতাল। তাই এই জায়গাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা জরুরি। সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশ বিরাজ করছে; আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই।”
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আরও বলেন, “পরিবর্তন আমাদের নিজেদেরকেই আনতে হবে। কারণ নোংরা আমরাই করি। তাই দোষারোপ নয়, নিজেরাই পরিবর্তনের সূচনা করতে হবে। জেলার সব উপজেলা হাসপাতাল ও সরকারি অফিসে নিয়মিত ক্লিনিং ডে পালন করা হবে, যাতে মানুষ আবার সরকারি প্রতিষ্ঠানের ওপর আস্থা ফিরে পায়।”
এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিয়মিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এনটিভি অনলাইন ডেস্ক