ময়মনসিংহে ৬৬ জনের মনোনয়ন বৈধ, বাদ পড়লেন ২৮ প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপি, দাপ্তরিক নথিপত্রের ঘাটতি ও ভোটার স্বাক্ষরে গরমিলসহ বিভিন্ন কারণে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলায় ১১টি আসনের বিপরীতে মোট ১১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছিলেন ৯৪ জন।
আসনভিত্তিক বৈধ প্রার্থীরা হলেন-
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বৈধ প্রার্থী ৮ জন। তারা হলেন- সৈয়দ এমরান সালেহ প্রিন্স (বিএনপি), মোহাম্মদ সালাম ওমর রুবেল (বিএনপি স্বতন্ত্র), মাহফুজুর রহমান মুক্তা (জামায়াত), মো. জিল্লুর রহমান (ইসলামী আন্দোলন), মো. তাজুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস), আজহারুল ইসলাম (সিপিবি), মো. আ. রাজ্জাক (বাসদ-মার্কসবাদী) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বৈধ প্রার্থী ৭ জন। তারা হলেন- মোতাহার হোসেন তালুকদার (বিএনপি), মো. আনোয়ার হাসান সুজন (জামায়াত), মুহাম্মদুল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস), মতিউর রহমান (খেলাফত মজলিস), গোলাম মাওলা ভূঁইয়া (ইসলামী আন্দোলন), মো. জুলহাস উদ্দিন শেখ (বিএসপি) ও মো. এমদাদুল হক খান (জাপা)।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বৈধ প্রার্থী ৫ জন। তারা হলেন- এম ইকবাল হোসাইন (বিএনপি), আহাম্মদ তায়েবুর রহমান (বিএনপি বহিষ্কৃত স্বতন্ত্র), মো. বদরুজ্জামান (জামায়াত), মো. ফজলুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস) ও এ.কে.এম. আরিফুল হাসান (বাসদ-মার্কসবাদী)।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বৈধ ৮ জন প্রার্থী হলেন- মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি), মোহাম্মদ কামরুল আহসান এমরুল (জামায়াত), এমদাদুল হক মিল্লাত (সিপিবি), আবু মো. মুসা সরকার (জাপা), মো. নাসির উদ্দিন (ইসলামী আন্দোলন), মোস্তাক আহাম্মদ (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. মোস্তাফিজুর রহমান (গণসংহতি আন্দোলন) ও শেখর কুমার রায় (বাসদ-মার্কসবাদী)।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন- মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), মো. মতিউর রহমান আকন্দ (জামায়াত), মুহাম্মদ সিরাজুল ইসলাম (ইসলামী আন্দোলন), রেজাউল করিম (খেলাফত মজলিস) ও মোহাম্মদ নজরুল ইসলাম (গণসংহতি আন্দোলন)।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বৈধ ৭ জন প্রার্থীর মধ্যে রয়েছেন- মো. আখতারুল আলম (বিএনপি), মো. কামরুল হাসান (জামায়াত), মো. রফিকুল ইসলাম (খেলাফত মজলিস), অধ্যাপক মো. জসিম উদ্দিন (জামায়াতের বিদ্রোহী স্বতন্ত্র), তানভীর আহমেদ রানা (স্থগিত), মোহাম্মদ আব্দুল করিম ও আখতার সুলতানা।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে সর্বোচ্চ ৬ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে বৈধ প্রার্থী মাত্র ৩ জন। তারা হলেন- মো. আছাদুজ্জামান (জামায়াত), মো. জহিরুল ইসলাম (জাপা) ও মো. ইব্রাহীম খলিল উল্লাহ (ইসলামী আন্দোলন)।
ময়মনসিংহ-৮ (ইশ্বরগঞ্জ) আসনে বৈধ প্রার্থী ৬ জন। তারা হলেন- লুৎফুল্লাহেল মাজেদ (বিএনপি), মনজুরুল হক হাসান (জামায়াত), ফকরুল ইমাম (জাপা), আহাম্মদ হোসেন ভুইয়া (খেলাফত মজলিস), মো. আওরঙ্গজেব বেলাল (এলডিপি) ও শাহ নুরুল কবির (ইসলামী আন্দোলন)।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ৫ জন বৈধ প্রার্থী হলেন- ইয়াসের খান চৌধুরী (বিএনপি), একেএম আনোয়ারুল ইসলাম (বিডিপি), লতিফুল বারি হামিম (গণফোরাম), মো. সাইদুর রহমান (ইসলামী আন্দোলন) ও হাসমত মাহমুদ (জাপা)।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বৈধ ৭ জন প্রার্থী হলেন- মোহাম্মদ আকতারুজ্জামান (বিএনপি), মো. ইসমাইল (জামায়াত), মো. আল আমিন সোহান (জাপা), একেএম শামসুল আলম (গণসংহতি আন্দোলন), মো. সাইফুস সালেহীন (সিপিবি), মো. হাবিবুল্লাহ বেলালী (ইসলামী আন্দোলন) ও সৈয়দ মাহবুব মোর্শেদ (এলডিপি)।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বৈধ প্রার্থী ৫ জন। তারা হলেন- ফখর উদ্দিন আহমেদ (বিএনপি), মো. সাইফ উল্লাহ পাঠান (জামায়াত), মো. আনোয়ারুল ইসলাম (গণঅধিকার পরিষদ), জাহিদুল ইসলাম (এনসিপি) ও মো. মোস্তাফা কামাল (ইসলামী আন্দোলন)।
উল্লেখ্য, বাদ পড়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার (ময়মনসিংহ-২), ডা. মো. মাহাবুবুর রহমান (ময়মনসিংহ-৭) এবং মো. সাইফুল ইসলাম (ময়মনসিংহ-৬)। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ