গাজীপুরে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন
গাজীপুরে তিনটি স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে পার্কিং অবস্থায় থাকা এই বাসগুলোতে অগ্নিসংযোগের ফলে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বুধবার ভোর ৪টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা ভিআইপি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের বসার সিটগুলো পুড়ে যায়।
এছাড়া, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশের জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। জানা গেছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
একই রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর ৪টা ৫০ মিনিটে বাসটিতে আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, এই ঘটনায় বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে।
প্রত্যেকটি ঘটনায় পুলিশ জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

নাসির আহমেদ, গাজীপুর