ময়মনসিংহে বাসে আগুনে চালক নিহতের ঘটনায় আ.লীগনেতা গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে অগ্নিদগ্ধ হয়ে চালক নিহতের ঘটনায় মামলায় আওয়ামী লীগের এক নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আওয়ামী লীগনেতা আনোয়ার হোসেন ফুলবাড়ীয়া পৌর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। অন্যজনের পরিচয় এখনো জানায়নি পুলিশ। তবে এর আগে পুলিশ জানায়, ‘বাসে অগ্নিদগ্ধ হয়ে চালক নিহতের ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ফুলবাড়ীয়া আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোছা. ফরিদা ইয়াছমিন নীশিকে গ্রেপ্তার করা হয়েছিল’।
আরও পড়ুন : ময়মনসিংহে বাসে আগুনের ঘটনায় নিহতের বোনের মামলা
এর আগে ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহণের বাসে অগ্নিকাণ্ডে নিহত বাসচালক জুলহাসের (৩৫) ছোট বোন ময়না বেগম মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। তবে মামলায় কারও নামোল্লেখ করা হয়নি।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১০ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে ভালুকজান এলাকায় অবস্থিত সাইফুল ফিলিং স্টেশনের সামনের রাস্তায় পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দেয় এক মুখোশধারীসহ তিন যুবক। এতে দগ্ধ হয়ে মারা যান বাসটির চালক জুলহাস। তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। বাসটি পেট্রোল পাম্পের সামনের রাস্তায় পার্কিং করা ছিল।
আরও পড়ুন : ময়মনসিংহে বাসে আগুন, চালক নিহত
বাসে আগুনের ঘটনায় লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন- শারমিন সুলতানা (৩০) ও শাহিদুল ইসলাম। শারমিন সুলতানার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মো. রোকনুজ্জামান বলেছেন, এটা স্পষ্টত নাশকতা। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনব। বাসের চালক জুলহাস পুড়ে মারা গেছে। পুলিশ পুড়ে যাওয়া বাসটি আলামত হিসেবে থানায় এনেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আইয়ুব আলী ময়মনসিংহ