সীমান্ত দিয়ে পালানোর সময় দুই শুটার গ্রেপ্তার
পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটারকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারেরা হলেন শুটার রুবেল ও ইব্রাহিম। তারা দুজনই পেশাদার শুটার হিসেবে কাজ করেন।
গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।
এর আগে গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, পুরোনো একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে মামুনকে গুলি করে হত্যা করা হয়।

নিজস্ব প্রতিবেদক