কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
কুড়িগ্রামে জেলা পুলিশের নাশকতাবিরোধী অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিভিন্ন উপজেলা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনাকারী, পূর্বে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এবং সাধারণ নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন—চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান (৪৬), ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুল মুন্সি (৬৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক কর্মী রাইসুল ইসলাম (২৬), ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক রেজাউল আলম ওরফে এজাজুল ইসলাম (৪৫), নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার (৫০), একই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি নাজমুল কবির পিয়াস (৩২), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৩৮), উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান (৪৪), সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন রনি (৩৯), পৌর ছাত্রলীগের সদস্য এরশাদুল হক আরিফ (৩০), কচাকাটা বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম (৩৮), রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের পাঠাগার সম্পাদক কাইয়ুম আলী (৩৫) এবং নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের সক্রিয় সদস্য নুর আলম (৪৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম বলেন, জেলায় চলমান নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক, কুড়িগ্রাম (সদর-রাজারহাট)