নবীনগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুর রউফ, নাজিম উদ্দিন ধনু ও আবু জাফর জামাল। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জিনদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭০), শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু (৭৫) ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর জামাল (৬০)।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে একটি মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)