এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫
রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এনসিপির নেতাকর্মীরা ককটেল নিক্ষেপকারী দুজনসহ মোট পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দুজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। সন্দেহভাজন আরও তিনজনসহ মোট পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মুশফিক উস সালেহীন আরও বলেন, বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাত ১১টায় মোট পাঁচটি ককটেল মারা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, রাত ১১টার দিকে দুষ্কৃতিকারীরা একটি প্রাইভেটকার থেকে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে রমনা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে এবং অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক