আমরা দল নয়, যোগ্য ব্যক্তিকে ভোট দেই : মির্জা ফখরুল
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশ্ন- আমরা কি দলকে ভেবে ভোট দেই নাকি ব্যক্তির যোগ্যতায় ভোট দেই? পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।
আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুহিয়া থানা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ প্রশ্ন রাখেন।
মির্জা ফখরুল বলেন, অস্থির অবস্থা ইচ্ছেকৃতভাবে সৃষ্টি করছে নির্বাচনবিমুখ দলগুলো। পিআরসহ আরও সব অমীমাংসিত বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, এ দেশের মালিক জনগণ, তাই জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করে আসছে এবং আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।
দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও