তারেক রহমানের জন্মদিনে আড়ম্বর নিষেধ, বিএনপির নির্দেশনা
আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে দেশব্যাপী সকল ইউনিটকে সতর্ক নির্দেশনা দিয়েছে দলটি। জন্মদিন উপলক্ষে কোনো ধরনের উৎসব, কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো বা আলোচনা সভা আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও নীতির প্রতি সম্মান দেখিয়ে নেতাকর্মীরা যেন কোনোভাবেই আড়ম্বরপূর্ণ আয়োজন না করেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রচারিত এ নির্দেশনা ঢাকাসহ সারা দেশের সকল মহানগর, জেলা, থানা, উপজেলা ও ইউনিয়ন ইউনিটকে কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে কোনো কর্মসূচি পালন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক