নির্বাচনের আগে যে কোনো দিন গণভোট চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা চাই গণভোট নির্বাচনের আগে যেকোনো দিন হোক। তবে নির্বাচনের দিন নয়।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রদান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরকে তিনি এই কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
হামিদুর রহমান আযাদ বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি গণভোট যেন যথার্থ ভাবে হয়, যেনতেনভাবে না হয়।
‘জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিন যদি গণভোট হয়, সময় যদি কেন্দ্রে কোনো কারণে সমস্যা দেখা দেয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয় তখন তার প্রভাব পড়বে গণভোটের ওপর। যেহেতু এক এক প্রতীকের একেক দলের এক একজন প্রার্থী থাকবে সেহেতু গণভোটের সেই জায়গায় বাধাগ্রস্ত হতে পারে। আমরা চেয়েছি নির্বাচনের আগে যে কোনদিন গণভোট হোক’, যুক্ত করেন তিনি।
হামিদুর রহমান আযাদ আরো বলেন, আমদের ৫ দফা দাবি আন্দোলন চলছে। আমরা বলেছি জুলাই সনদের আদেশ জারি করতে। এটার সময় এক সপ্তাহের বেশি হয়েছে কিন্তু এখনো আদেশ জারি হয়নি।

নিজস্ব প্রতিবেদক