শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দুর্ঘটনার প্রতীকী ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছেন ৩০ জন। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকাগামী রয়েল পরিবহণের বাসের সঙ্গে সিলেটগামী এনা পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ সময় আহত হয় ৩০ জন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাব উদ্দিন শাহীন।

হবিগঞ্জ সংবাদদাতা