সমাজে অস্থিরতা ও প্রতিহিংসা সৃষ্টি করে কোনো লাভ নেই : হাসনাত
সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনি এক মার্কা, আমি এক মার্কা—লাগালাগি, মারামারি যেন কখনও না হয়। কোনো সহিংসতার দরকার নেই, প্রতিহিংসারও প্রয়োজন নেই।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে অস্থিরতা ও প্রতিহিংসা সৃষ্টি করে কোনো লাভ নেই। ভোটের সময় যেমন ভিন্নমত থাকতে পারে, তেমনি শান্তিপূর্ণ সহাবস্থানও বজায় রাখতে হবে। আপনাদের কাছে আমার নসিহত—সমাজের মধ্যে সবাই এক থাকবেন।
হাসনাত আবদুল্লাহর পদযাত্রাকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। তার কর্মসূচিকে ঘিরে দেবিদ্বারে বইছে নির্বাচনি আমেজ। হাসনাত আবদুল্লাহকে এক নজর দেখতে পদযাত্রায় ভিড় জমায় সাধারণ মানুষ।

মাহফুজ নান্টু, কুমিল্লা