৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইনশাআল্লাহ আমরা শাপলা কলি নিচ্ছি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা ৩০০ আসনে প্রার্থী দিব। আগামীতে বিএনপি ও জামায়াত যে বড় দলগুলো রয়েছে, সেখানে শাপলা কলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে। জনতার মধ্যে ইতোমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আবারই শাপলার সাথে কলিও যোগ হচ্ছে।
এনসিপির যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ রোববার (২ নভেম্বর) বিকেলে ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
পাটওয়ারী বলেন, ইসির প্রতি আমরা আহ্বান জানিয়েছি, দ্রুতগতিতে যাতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি। সে বিষয়ে সুরাহা করার জন্য আমরা বলেছি। আগামীতে ইনশাআল্লাহ ধানের শীষ ও শাপলাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
নাসীরুদ্দীন বলেন, বাংলাদেশে ১৯৭২ সালের পরে বাকশাল কায়েম করা হয়েছিল। বর্তমানে বহুদলীয় গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে তারা ইতোমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য নমিনেশন বাণিজ্য করার জন্য, তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, সে উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন বোঝাপড়ার ভিত্তিতে যাচ্ছে।
এনসিপির এ নেতা আরও বলেন, সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলেছি, যে কোন দলের নির্বাচনি প্রতীক নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। বাংলাদেশের গণতন্ত্রবিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের কার্যক্রম এসেছে, এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি। আপনারা শুনেছেন বিএনপিনেতা সালাউদ্দিন আহমদ আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন, সেখানে উনাদের গোপন প্রেমের কথা বলেছেন। এ বিষয়ে আমাদের কাছে সংবাদ এসেছে। আমরা বলতে চাই, আইন মন্ত্রণালয় নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, যে কাজগুলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাব, যে আপনার উপদেষ্টামণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এ ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে।
এনসিপির এ নেতা বলেন, ইলেকশনের ডামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয়; আমরাও অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে, ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে, দেশবাসীর মধ্যে আমরা শাপলা নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি। আরো এক ধাপ এগিয়ে হলেও শাপলাকলি এসেছে অর্থাৎ শাপলাও আছে কলিও আছে। আমরা এটা পজিটিভলি নিয়েছি।

নিজস্ব প্রতিবেদক